আলমডাঙ্গা ব্যুরো: পেশাগত দ্বন্দ্বকে কেন্দ্র করে আলমডাঙ্গায় রেডিয়েন্ট ও বিকন ফার্মাসিউটিক্যালের প্রতিনিধিরা পরস্পর একে অপরকে বেদম পিটিয়েছে। ঘটনাটি শহরে ছড়িয়ে পড়লে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন আলমডাঙ্গায় কর্মরত সকল ওষুধ কোম্পানির প্রতিনিধি।
জানা গেছে, সকাল ১০টার দিকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি রফিকুল ইসলাম ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি মাহফুজুর রহমান অন্য ওষুধ কোম্পানির প্রতিনিধির সাথে একত্রে আলমডাঙ্গা কলেজপাড়ার শেফা ক্লিনিকে ডাক্তার ভিজিটের অপেক্ষায় ছিলেন। এরই এক পর্যায়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধি রফিকুল ইসলাম হঠাৎ বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধির ওপর চড়াও হয়ে আক্রমাত্মক কথাবার্তা শুরু করেন বলে অভিযোগ ওঠে। মাহফুজ জোরালো ভাষায় প্রতিবাদ জানালে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে চেয়ার তুলে মাহফুজকে আঘাত করেন। এদিকে এ সংবাদটি শহরে ছড়িয়ে পড়লে শহরে কর্মরত অন্য ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।