ঝিনাইদহে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ২৫

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে এক বিএনপিকর্মীসহ বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে এ অভিযান চালানো হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে শৈলকুপা উপজেলার চর ধলহরাচন্দ্র গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফকে (৪০) গ্রেফতার করে। এছাড়া জেলার ৬ উপজেলা থেকে বিভিন্ন মামলায় আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শৈলকুপা উপজেলায় ৪ জন, সদর উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, কোটচাঁদপুর উপজেলায় ৪ জন, মহেশপুরে ৩ জন ও হরিণাকুণ্ডুতে দুজন রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a comment