ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল রোববার আছিয়া খাতুন (১২) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মুখে কীটনাশক ঢেলে দিয়েছে ৩ বখাটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। সদর উপজেলার ভগবাননগর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আছিয়া একই গ্রামের শেরেগুল ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশকে মৌখিকভাবে জানানোর পরও ব্যবস্থা গ্রহণ না করায় গ্রামবাসী হতাশ হয়েছে।
স্কুলছাত্রী আছিয়া খাতুন জানায়, স্কুলে যাওয়ার সময় সদর উপজেলার মধুপুর গ্রামের শমসের আলীর ছেলে বাবলু তাকে বিরক্ত করতো ও প্রেমের প্রস্তাব দিতো। রোববার সকাল ৭টার দিকে সে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে মুখ বাধা অবস্থায় ৩ যুবক আছিয়ার গতিরোধ করে এবং মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় সে চিৎকার দিলে বখাটেরা তার মুখে কীটনাশক জাতীয় দ্রব্য ঢেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার এসআই আনিছুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।