স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন দুর্গামণ্ডপে শুরু হচ্ছে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞা অনুষ্ঠান। আজ সোমবার রাত আটটায় শুরু হবে শুভ অধিবাস। পরদিন মঙ্গলবার অরুনাদয় থেকে ৮ম প্রহরব্যাপি চলবে নামসংকীর্তন। বুধবার মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা এবং বেলা ১০টায় পদাবলী কীর্তন ও শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। স্বর্গীয় পূর্বপুরুষদের তিরোধান উপলক্ষে তাদের বিদেহী আত্মার শান্তিকল্পে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযঞ্জ অনুষ্ঠানে ব্রত হয়েছেন চুয়াডাঙ্গা বড়বাজারের ব্যবসায়ী কিশোর কুমার কুণ্ডু। এ অনুষ্ঠানের সব পর্বে সকলকে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।