মাথাভাঙ্গা মনিটর: ভূমধ্যসাগরে ৭০০ অভিবাসী নিয়ে একটি নৌকাডুবে গেছে। এতে শতাধিক নিহতের আশঙ্কা করা হচ্ছে। আরেকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। ইতালের কোস্টগার্ড গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। ইতালির ল্যাম্পিদুসা দ্বীপের কাছে শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। নৌকাটিতে ৫০০ থেকে ৭০০ অভিবাসী ছিলো। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত মাত্র ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। লিবিয়ায় উত্তরে একটি গত সপ্তাহে ৪০০ যাত্রী নিয়ে একটি জাহাজডুবির ঘটনা ঘটে।