তাবিথের পক্ষে প্রচারণায় নামলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপি সমর্থিত তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইছেন তিনি। গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে গুলশান-২ নম্বর এলাকার পিংক সিটি মার্কেট গণসংযোগ শুরু করেন তিনি। তিনি মার্কেটের নিচ তলায় প্রচারণা চালান। খালেদা জিয়ার সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ মহিলা দলের কয়েকজন নেত্রী আছেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও প্রচারণা চালাচ্ছেন তিনি। গুলশান ১ নম্বরের নাভানা টাউয়ারে গিয়ে জনগণের কাছে ভোট চান তিনি। সেখান থেকে বেড়িয়ে বাড্ডা লিংক রোডে যান। সেখানেও জনে জনে ভোট চান। এরপর যান বনানী সুপার মার্কেটে। সেখান থেকে বনানী ১১ নম্বরের দিকে রওনা দেন। এ সময় হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান সাবেক এ প্রধানমন্ত্রী। হঠাৎ নির্বাচনে মাঠে খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে এ এলাকায় ব্যাপক জনসমাগম দেখা গেছে।

Leave a comment