মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আ.ক.ম মনিরুল হক হাসপাতালে

মেহেরপুর অফিস: সাংবাদিক সৈকত রুশদীর পিতা মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আ.ক.ম মনিরুল হক (৮৬) গুরুতর অসুস্থ হয়ে ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কুষ্টিয়ায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি ঢাকার কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার প্রস্টেট গ্ল্যান্ডে সার্জারি করতে হবে। ফুঁসফুঁসের সমস্যা আগে থেকেই রয়েছে তার। সুস্থতার জন্য তিনি সবার দোয়া প্রার্থী।