আলমডাঙ্গার হারদীতে হুইপের অনুদানে শিশুশিল্পী তৃপ্তিকে হারমোনিয়াম প্রদান

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী গ্রামের এক শিশু শিল্পীকে চুয়াডাঙ্গা-১ আসমের এমপি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দেয়া অনুদানে একটি হারমোনিয়াম প্রদান করা হয়েছে। গতপরশু শুক্রবার বর্ষবরণের অনুষ্ঠানে ওই গ্রামের দরিদ্র শিশু শিল্পী তৃপ্তির হাতে হুইপের পক্ষে প্রধান অতিথি হারমোনিয়ামটি তুলে দেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশিকুজ্জামান ওল্টু। অনুষ্ঠানে হারদী ইউনিয়ন পরিষদের মেম্বার হাসানুজ্জামান লাল্টু সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন মেম্বার, আশারদ্দীন, জাহা বক্স, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুক্তার হোসেন মুকাম প্রমুখ। শিশু শিল্পী তৃপ্তি হারমোনিয়ামটি পেয়ে খুশি হয়ে সকলকে হারমনি বাজিয়ে গান শোনান।