আলমডাঙ্গার আল-ইকরা ক্যাডেট একাডেমীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আল-ইকরা ক্যাডেট একাডেমীর পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আল-ইক্রা ক্যাডেট একাডেমী চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-ইক্রা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাই। অনুষ্ঠানে আল-ইক্রা ক্যাডেট একাডেমীর সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আল-ইকরা ক্যাডেট একাডেমীর উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস শহিদ। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এইচএম শামীমুজ্জামান, মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আবু তালেব, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সাত্তার, অ্যাড. রবকুল হোসেন। আ. সাহিন শাহিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সদস্য মাও. মনিরুজ্জামান, আলী আকবার, আনোয়ারুল করিম,অভিভাবক সদস্য চাঁন মিয়া, অভিভাবক,মতিয়ার রহমান,মাহের আলী প্রমুখ।