স্টাফ রিপোর্টার: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
আলোচনায় অংশ নেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এসএম ইস্রাফিল, অধ্যক্ষ কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ হোসেন, আতিয়ার রহমান, আ.শু বাঙালী, ওহিম উদ্দিন, আছির উদ্দিন, আব্দুস সাত্তার ও প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।
এ সময় সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, ইউএনও কেএম মামুন উজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, বিভিন্ন ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা যখন দেখি মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানে না তখন খুব দুঃখ লাগে। সে কারণে মুক্তিযোদ্ধাদেরকে অনুরোধ করবো আত্মীয়স্বজন ও প্রতিবেশীসহ শিশুদেরকে সঠিক ইতিহাসটা জানাতে হবে। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।