দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বাসস্ট্যান্ডের দু হোটেল মালিকসহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার ১০ জনকে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, হাউলী ইউপি চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, অফিস সহকারী বদর উদ্দিন, উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামান প্রমুখ।