মহেশপুরে অজ্ঞাত রোগে আরো দুজনের মৃত্যু

স্টাফ রিপোরর্টার: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অজানা রোগে আরো দুজন মারা গেছেন। তারা হলেন, বাগদী রাইট বা লালপুর  গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাবিল হোসেন ও আলমপুর গ্রামের রোস্তম আলী। অজানা রোগ চিহ্নিত করা সম্ভব হয়নি। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ফের একটি টিম মহেশপুর এসেছে। তারা মহেশপুরের যেসব গ্রামে অজানা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে সেসব গ্রাম পরিদর্শন করছেন। মৃতদের পরিবারের সাথে কথা বলেছেন,  বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহাজ্জেল হোসেন বলেন, এবারে ১১ সদস্যের প্রতিনিধি দলের  নেতৃত্ব দিচ্ছেন ডা. ইসমাইল ফারুক। আগেও ডা. মাহবুবুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল মহেশপুর আসেন।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, সামন্তা গ্রামের আসমা নামের এক যুবতী প্রথমে এ রোগে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ২৯ মার্চ তিনি মারা যান। ৩০ মার্চ কোলা গ্রামের এনামুল হক নামে এক যুবক অজানা রোগে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১ এপ্রিল তিনি মারা যান।