স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান। গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধারা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জমি বরাদ্দসহ অন্য উপজেলার নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বেগম আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, সদর উপজেলা কমান্ডার আ.শু বাঙালী, আলমডাঙ্গার ডেপুটি কমান্ডার ওহিম উদ্দিন, দামুড়হুদার কমান্ডার আছির উদ্দিন, জীবননগরের কমান্ডার আব্দুস সাত্তার ও জেলার সহকারী কমান্ডার সাংগঠনিক আতিয়ার রহমানসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনসহ নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা গুলশানপাড়ায় অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জন্য জমি নির্বাচনের জন্য যান। ওই জমিতে ভবন নির্মার্ণের জন্য প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরপর সচিব এমএ হান্নান বিকেলে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন দেখতে যান।