মাথাভাঙ্গা মনিটর: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে মুক্তি দেয়া হয়েছে। গত সোমবার হেলিকপ্টার থেকে কায়রোর তোরা কারাগার থেকে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। মামলার বিচারচলাকালে বিধিমতো যতোদিন বন্ধি রাখা সম্ভব ততোদিনই বন্দিছিলেন। বিচারচলাকালে তাকে আর আটকে রাখার বিধান না থাকায় আটকাবস্থার বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তি পেলেন মোবারক। তার এ মুক্তির পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এতে দেশের চলমান পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। ৮৫ বছর বয়সী মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলন চলাচালে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।