স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলবাজার কাঁচা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান স্মরণে গতকাল বৃহস্পতিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা রেলবজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষে ওই দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাও. হারুন-অর-রশীদ। আয়োজনে ছিলেন গিয়াস উদ্দীন বাচ্চু, টিপু সুলতান, সাজ্জাদ হোসেন, রবিউল ইসলাম রবি, ফকির চাঁদসহ সকল ক্ষুদ্র ব্যবসায়ীগণ। উল্লেখ্য, চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার বাসিন্দা মতিয়ার রহমান আকস্মিক স্ট্রোকে মারা যান।