সমগ্র বাংলাদেশ ভ্রমণ শেষে বাড়ি ফিরেছেন আলমডাঙ্গার কবি মামুন খন্দকার

শরিফুল ইসলাম রোকন: সমগ্র বাংলাদেশ ভ্রমণ শেষে ৭৪ দিন পর বাড়ি ফিরেছেন আলমডাঙ্গার কবি মামুন খন্দকার। তিনি ৮ ফেব্রুয়ারি নিজ বাড়ি আলমডাঙ্গা থেকে বের হয়ে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেশ ভ্রমণের যাত্রা শুরু করেন। গত ১৫ এপ্রিল বিকেলে তিনি আলডাঙ্গায় পৌছান।

কবি মামুন খন্দকার জানান, ৬৪ জেলা ভ্রমণে ৭৪ দিনে তিনি ইতিহাসের ঐতিহ্যবাহী স্থানের পাশাপাশি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, কবি সাহিত্যিক ও সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন। ভ্রমণকালে কবি মামুন খন্দকার কখনও সার্কিট হাউজে কখনও উপজেলা পরিষদের ডাকবাংলোয় রাতযাপন করেন। ভ্রমণের পাশাপাশি তার জনসচেতনা বিষয়ে বেশ কিছু স্লোগান ছিলো। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ, অটিজম ও প্রতিবন্ধী, মাদক ও সড়ক দুর্ঘটনা সম্পর্কিত প্রচার লিফলেট। তিনি ভ্রমণকালে সাধারণ মানুষের সাথে কথা বলে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সম্পর্কে নানা তথ্য জানাতেন। কবি মামুন খন্দকার আলমডাঙ্গা কলেজপাড়ার মৃত লুৎফর রহমান ও জোহরা খাতুনের বড় ছেলে। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন মিরাজুল ইসলাম মিরাজ।