আলমডাঙ্গায় বাংলাদেশ স্কাউট উপজেলা কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় বাংলাদেশ স্কাউট উপজেলা কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ স্কাউটের উপজেলা পৃষ্ঠপোষক হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউটের কমিশনার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার স্কাউট সদস্য দ্বীনেশ চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য আবু হাসান, স্কাউটের জেলা সম্পাদক ওলিউল্লাহ সিদ্দিকী, স্কাউটের সহসভাপতি রেফাউল হক, হারেছ উদ্দিন, লাল মোহাম্মদ, সহকমিশনার আশরাফুল আলম, নুরুল ইসলাম, শাহিদা খাতুন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটের সম্পাদক রবিউল ইসলাম খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, কাব লিডার আতিয়ার রহমান, স্কাউট রিডার মানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ জহুরুল ইসলামসহ আলমডাঙ্গা উপজেলা স্কাউটের ২৯ জন সদস্য।