মুজিবনগর প্রতিনিধি: বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যবৃন্দ, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত এবং মুজিবনগর দিবসের অনুষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা মঞ্চে ওই দোয়া অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ দোদুল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, আ.লীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা আ.লীগ সভাপতি গোলাম রসুল প্রমুখ।