স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ করদাতাদের অন্যতম আলুকদিয়ার বিশিষ্ট ভূষিমাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ ঢাকার স্কয়ার হাসপাতালে করনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। গত ১৩ এপ্রিল তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরদিন তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, তার পাকস্থলিতে জটিল রোগের চিকিৎসা চলছে। গতকাল পর্যন্ত তার শারীরিক পরিস্থিতি আশাতীত উন্নতি হয়নি। তার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন শুভাকাঙ্ক্ষিসহ পরিবারের সদস্যরা।