মাথাভাঙ্গা মনিটর: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দিল্লিতে ফিরলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। প্রায় দু মাসের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ব্যাংককের একটি ফ্লাইটে করে দিল্লিতে পৌঁছান তিনি। দিল্লির তুঘলক লেনের বাসভবনে রাহুলের সাথে সাক্ষাত করতে যান কংগ্রেস সভানেত্রী তার মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার রাহুল ফিরবেন এমন খবরে রাত থেকেই তার বাসভবনের সামনে অবস্থান নেন গণমাধ্যম কর্মীরা। সকালে কৌতুহলী দর্শকরা ও কংগ্রেসের কর্মীরা সেখানে জড়ো হন। রাহুলের আগমনের আনন্দে তারা বাজি ফোটান। গত ২৩ ফেব্রুয়ারি সংসদের বাজেট পেশের পর থেকেই আর দেখা মেলেনি রাহুলের। তার হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে শুরু হয় নানা জল্পনা। তবে রাহুল ১৯ এপ্রিল দিল্লিতে কৃষক সমাবেশে থাকছেন এরকম খবর আগেই জানিয়েছিলো কংগ্রেস। ওইদিনই তিনি জনসম্মুখে আসবেন বলে ধারণা করা হচ্ছে। লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়ায় পর রাহুল কবে ফের ফিরবেন তা নিয়ে রীতিমতো জল্পনা চলছিলো। আমেথিতে তার নির্বাচনী এলাকায় নিখোঁজ পোস্টারও লাগানো হয়েছিলো। লোকসভা ভোটে বিপর্যয়ের পর রাহুলের এ ছুটি নিয়ে নানা মহলে নানা রকম মত ছিলো। অনেকেই বলছেন, নতুন করে ফিরে আসতে এ ছুটির পরিকল্পনা নিয়েছিলেন রাহুল। তবে রাহুল কোথায় ছুটি কাটিয়েছেন তা এখনো জানা যায়নি।