উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন ২২ এপ্রিল

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন ২২ এপ্রিল বিকেল ৩টায় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চ্যান্সেলরের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় সাত হাজার গ্র্যাজুয়েট এবারের সমাবর্তনে অংশ নেবেন। সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। দেশজুড়ে গ্র্যাজুয়েটরা মূল ক্যাম্পাসে সমাবর্তনে অংশ নেয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন।