সিরিজ জয়ের এটাই সুযোগ : সাকিব

স্টাফ রিপোর্টার: সাকিব আল হাসান বলেছেন, এবারের সিরিজেই পাকিস্তানকে হারানোর সেরা সুযোগ পাচ্ছি আমরা। আর এ সিরিজে আমরাই ফেভারিট। কারণ আমরা হোম কন্ডিশনে খেলব। পাকিস্তান অনেক ভালো দল, তাদেরকে খাটো করে দেখছি না। আমাদের ভালো খেলাটা খেলতে হবে। গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের এ ওয়ানডে সিরিজ। বিশ্বকাপে তরুণদের পারফরম্যান্সকে দলের ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে উল্লেখ করে সদ্য আইপিএল ফেরত সাকিব বলেন, বিশ্বকাপের পরবর্তী সময়ে দুই দলের আত্মবিশ্বাসের পার্থক্য বিবেচনায় বাংলাদেশ একটু হলেও এগিয়ে থাকবে।