স্টাফ রিপোর্টার: নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশকে এগিয়ে রাখছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। গতকাল সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে তামিম বলেন, গত দশটা টেস্টের চেয়ে এ সিরিজের ব্যাপারে আমি বেশি আশাবাদী। নিজেদের মাঠে আমরা ভালো খেলি। গত সিরিজগুলোতে ফলাফল পক্ষে না এলেও তীব্র লড়াই হয়েছিলো। নিউজিল্যান্ড দলের ‘দুর্বলতা’ স্পিন বোলিং নিয়ে বাংলাদেশ কাজ করছে জানিয়ে তামিম বলেন, আশাকরি উইকেট আমাদের সহায়তা করবে। যেমন চাই তেমন, অর্থাৎ স্পিন সহায়ক উইকেট হবে। ওদের স্পিন আক্রমণ দিয়ে শেষবার যেভাবে পরাস্ত করেছিলাম, এবারো তেমন কিছু করতে চাই।
২০১০ সালে সর্বশেষ সফরে ৪-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিলো নিউজিল্যান্ড।বাংলাদেশকে সেই স্মৃতি এগিয়ে রাখছে কি-না জানতে চাইলে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, (ওই সিরিজের কারণে) আমরা অনেক ইতিবাচকভাবে চিন্তা করছি। কিন্তু ওটা ওয়ানডে ছিলো, আর এটা টেস্ট ক্রিকেট। আমরা নিজেরাও জানি টেস্ট ক্রিকেটে আমাদের উন্নতি করার, শেখার আছে এবং পাওয়ার অনেক কিছু রয়েছে। চোটের কারণে সেই সিরিজে খেলা হয়নি তামিমের। এবার মাঠে থেকেই বিজয় উদযাপন করতে চান তিনি। যদিও এর জন্য বেশ পরিশ্রম করতে হবে বলে সতীর্থদের সতর্ক করেছেন তামিম।
ওরা ভালো দল, সাম্প্রতিক সময়ে ওদের পারফরম্যান্সও ভালো। আমরাও ভালো ক্রিকেট খেলছি। আমরা যদি নিজেদের কাজটা করি তাহলে আমার মনে হয় আমাদের সম্ভাবনা একটু বেশি। অনেকদিন পর চট্টগ্রামে খেলার সম্ভাবনায় উচ্ছ্বসিত তামিম বলেন, আশা করবো নতুন মাঠে বাংলাদেশ ভালোভাবে শুরু করবে। এখানে বাংলাদেশের ইতিহাসটা খুব ভালো। শেষ কয়েকটা ম্যাচে আমরা খুব ভালো করেছি। এটা ধরে রাখার চেষ্টা করবো।