স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে গতকাল সোমবার নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে বেশ হইচই ফেললেন নাজমুল হাসান পাপন। ‘বি’ ক্যাটাগরি থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন পাপন। শুধু তিনিই নয়, এ ক্যাটাগরি থেকে মনোয়ন জমা দেয়া আরও ৮ জন নাম প্রত্যাহার করে নিয়েছেন। ২১ জনের এ ক্যাটাগরি থেকে নয়জন সরে দাঁড়ানোয় বাকি ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এ ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১২ পরিচালক। এরা হলেন- এনায়েত হোসেন সিরাজ, আফজাল উর-রহমান সিনহা, আহম্মেদ ইকবাল হাসান, মাহবুবউল আনাম, মোহাম্মাদ জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, গাজী গোলাম মুর্তাজা, হানিফ ভুইয়া, তানজিল চৌধুরী, নাজমুল করিম টিংকু, নাজিব আহমেদ ও শওকত আজিজ রাসেল।
নাম প্রত্যাহার করায় পাপনের জন্য ফের বিসিবি সভাপতি হওয়ার দরজা যে বন্ধ হয়ে গেছে তা নয়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোঠা থেকে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন তিনি। সরাসরি তিনজনকে নির্বাচিত করার ক্ষমতা রয়েছে এনএসসি’র।