স্টাফ রিপোর্টার: আগামীকাল ১৭ এপ্রিল বিকেলে কেরু অ্যান্ড কোম্পানির বায়োফার্টিলাইজার কারখানার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি ঐতিহাসিক ১৭ এপ্রিল উপলক্ষে মুজিবনগরের অনুষ্ঠানমালায় অংশ নিয়ে দুপুর ১২টায় দর্শনার উদ্দেশে রওনা হবেন। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বায়োফার্টিলাইজার কারখানা। উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।