মাথাভাঙ্গা মনিটর: দু জায়ান্ট দলের লড়াইয়ে জয় পেলো জুভেন্টাস। ইতালি সিরি ‘আ’ লিগে গত রোববার তুরিনে নিজ মাঠে জুভেন্টাস এসি মিলানকে হারিয়েছে ৩-২ গোলে। এ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠে এলো গত দু বারের চ্যাম্পিয়নরা আর সফল দল এসি মিলানের ভোগান্তিটা লম্বা হলো আরেকটু। ৭ ম্যাচ শেষে ৭ পয়েন্টের এসি মিলান শেভা পাচ্ছে তালিকায় বেখাপ্পা ১২ নম্বরে। তবে উড়ন্ত ফর্ম আকাশে রেখেছে ইতালির অপর জায়ান্ট দল নাপোলি। নিজ মাঠে লিভর্নোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে নেপলসের দলটি। কোচ রাফায়েল বেনিতেজের নাপোলির সংগ্রহেও ১৯ পয়েন্ট। ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ইতালি তারকা ফ্রান্সেসকো টোট্টির দল এএস রোমা।