মুজিবনগর প্রতিনিধি: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপনে মোনাখালী ইউনিয়ন যুবলীগের সাথে মতবিনিময় করেছেন উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন। গতকাল বুধবার রাত ৮টায় মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সম্পাদক কাশেদ আলী, মোনাখালী ইউনিয়ন যুবলীগের সম্পাদক শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।