ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলা আসামি।
ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখার এসআই ইসমাইল হোসেন জানান, সিআরসহ বিভিন্ন মামলার আসামি গ্রেফতারে গত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সদর উপজেলা থেকে ৬ জন, শৈলকুপা উপজেলা থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৫ জন, মহেশপুর থেকে ৪ জন ও হরিণাকুণ্ডু থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।