বাঘের কামড়ে হাত গেলো দর্শনার্থীর

স্টাফ রিপোর্টার: গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের কামড়ে হাত গেল অংকন (২৬) নামে এক দর্শনার্থীর। গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাফারি পার্কের টাইগার জোনে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবুপ্রসাদ ভট্টাচার্জ ও ফরেস্টার কৃষ্ণ কমল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অংকন পার্কের টাইগার এরিয়ার রেস্টুরেন্টের পাশের বাউন্ডারি ওয়ালের ওপরে উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘকে ডাকতে থাকেন। এ সময় বাউন্ডারি ওয়ালের পাশে থাকা অপর একটি বাঘ অংকনের বাম হাত কামড়ে ধরে। বিষয়টি বুঝতে পেয়ে আশপাশে থাকা অন্য দর্শনার্থীরা তাকে টেনে ধরেন। একপর্যায়ে তার বাম হাতটি কনুই থেকে ছিঁড়ে নিয়ে চলে যায় বাঘটি। পরে আশপাশের লোকজন আহত অংকনকে হাসপাতালে নিয়ে যান।