স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক অস্থিরতার অজুহাতে অবশেষে পিছিয়ে দেয়া হল জাকির হোসেন রাজু পরিচালিত ছবি ‘অনেক দামে কেনা’। ছবিটি ১৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কিন্তু নিয়মিত প্রতি শুক্রবার ছবি মুক্তি পাচ্ছে এবং দর্শকরা হলে গিয়ে ছবিগুলো দেখছেনও। কিন্তু এ ছবিটির ক্ষেত্রে এমন খোঁড়া যুক্তি দর্শকমনে বেশ সন্দেহের সৃষ্টি করেছে। তবে মুক্তির তারিখ পেছালেও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মূলত প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া মাহির ওপর নাখোশ থাকার কারণেই নাকি ছবিটি মুক্তি দিতে অপারগতা প্রকাশ করেছে। কারণ এ মুহূর্তে মাহিকে পর্দার সামনে আনতে নারাজ প্রযোজনা প্রতিষ্ঠানটি। যদিও বিষয়টি একেবারেই স্বীকার করেননি প্রতিষ্ঠানের কেউই।