মাথাভাঙ্গা মনিটর: সালমান-ঐশ্বরিয়া প্রেমের অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু সম্ভবত সাবেক প্রেমিকাকে এখনো ভুলতে পারেননি খান সাহেব। সম্প্রতি এক খবরে জানিয়েছে, বিগ বস ৭ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী শিল্পা অগ্নিহোত্রীর সাথে ঐশ্বরিয়ার চেহারার সাদৃশ্য দেখে ঐশ্বরিয়াকে স্মরণ করেছেন সালমান। চাতুর্যপূর্ণ রসিকতার জন্য সুপরিচিত দাবাং তারকা সালমান। সম্প্রতি সাবেক প্রেমিকার নাম নেয়ার সময় এ হাতিয়ারই বেছে নেন বিগ বস অনুষ্ঠানের উপস্থাপক সালমান। টিভি অভিনেত্রী শিল্পার রূপের প্রশংসা করে সালমান বলেন, ঐশ্বরিয়া রাইয়ের সাথে আপনার চেহারার অনেক মিল আছে। শিল্পার স্বামী অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রীও বিগ বস ৭’র প্রতিযোগী। সালমান তাকে জিজ্ঞেস করেন, ঐশ্বরিয়া রাইয়ের সাথে শিল্পার চেহারার সাদৃশ্যের কারণেই কি আপনি তাকে বিয়ে করেছেন! বিতর্ক এড়াতে পরমুহূর্তেই সালমান বলেন, ঐশ্বরিয়া রাই মানে ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা বলছি আমি। এর আগে প্রথম সন্তানের মা হওয়ায় ঐশ্বরিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন হাম দিল দে চুকে সোনম তারকা সালমান খান। শোনা যাচ্ছে, পরবর্তী ছবিতে এলিকে সালমান তার বিপরীতে অভিনয়ের সুযোগ করে দিতে যাচ্ছেন।