মেহেরপুরের এমপি ফরহাদ হোসেনকে হাতিভাঙ্গা স্কুলের সংবর্ধনা

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠান চত্বরে ওই সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি ফরহাদ হোসেন। বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু ও মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ গোলাম কিবরিয়া, কাদের আলী, ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, কাবুল মেম্বার প্রমুখ। এর আগে প্রধান অতিথি এমপি ফরহাদ হোসেন বিদ্যালয় এলাকায় পৌঁছুলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয়। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a comment