আলমডাঙ্গা ব্যুরো: বাড়িতে কেউ না থাকার সুযোগে ৮ম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকার ঘরে ঢুকে আলমডাঙ্গা কেশবপুরের প্রেমিক ইউসুফ আলী বিপাকে পড়েছে। গতপরশু প্রেমিকার ঘরে আটকে রেখে গ্রামবাসী তাদের বিয়ে পড়ালেও পরে পুলিশ গিয়ে ইউসুফ আলীকে আটক করে থানায় নেয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের আজগর আলীর কলেজপড়ুয়া ছেলে ইউসুফ আলী একই গ্রামের মহি উদ্দীনের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বৃষ্টির সাথে প্রেমসম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে বৃষ্টি খাতুনের পিতা-মাতার অনুপস্থিতিতে গত রোববার সকালে প্রেমিক ইউসুফ আলী প্রেমিকার ঘরে ঢোকে। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা ঘরে শেকল তুলে দেয়। পরে কাজি ডেকে তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের সংবাদ শুনে ইউসুফ আলীর পিতা আজগর আলী বিয়ে মেনে নিতে অস্বীকার করেন। তিনি থানা পুলিশের নিকট তার ছেলেকে আটকে রাখা হয়েছে দাবি করে অভিযোগ করেন। রাতে পুলিশ গিয়ে ইউসুফ আলীকে আটক করে থানায় নেয়। গতকাল দুপুরে দু পক্ষের অভিভাবকদের সালিস বসে থানা চত্বরে। সালিস শেষে মুক্ত হয়ে ইউসুফ আলী তার শ্বশুরবাড়ি গিয়ে উঠেছে।