মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় আছদ্দতর আলী (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের নাগরিক। নিহতের ছেলে জেবু মিয়া জানান, সৌদি আরবের জেদ্দায় কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ সময় গত রোববার রাত আটটার দিকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ১৫ বছর ধরে প্রবাসে অবস্থান করছেন। নিহতের লাশ সৌদি আরবেই দাফন করা হবে।