যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত
শেখ শফি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, বেগম খালেদা জিয়া বাসায় ফিরে যাওয়ায় পেট্রোলবোমার হাত থেকে দেশবাসী রক্ষা পেয়েছেন। কিন্তু ষড়যন্ত্র থেমে থাকবে না। আমাদেরকে মনে রাখতে হবে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলো তাদের প্রেত্মারাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার এ উদয় ভূমি থেকেই শপথ নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।
বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ফরহাদ হোসেন দোদুল, সাধারণ সম্পাদক এমএ খালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস ও সম্পাদক আমাম হোসেন মিলুকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আয়ুব হোসেন। প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সংবর্ধিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও প্রশান্ত কুমার মণ্ডল। বক্তব্য রাখেন ইউপি আ.লীগের সভাপতি মুজিবর রহমান মধু ও সম্পাদক নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুতে ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের পক্ষ থেকে চার নেতাকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম।