স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে তাদেরকে বহিস্কার করা হয়। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ জানান, পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাটে দুজন করে ৮ জন এবং বগুড়ায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে আট জেলায় সর্বমোট ১৮৫টি কেন্দ্রে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলো ৯৭ হাজার ৫২২ জন। তবে উপস্থিত ছিলো ৯৬ হাজার ৩৫৩ জন।