প্রত্যেক যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হবে : দেশে দেশবিরোধীদের স্থান নেই

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ছাত্রলীগের আনন্দ মিছিল : সংক্ষিপ্ত সমাবেশে মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন

 

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামী নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাসহ দেশের অধিকাংশ স্থানে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগ। গতপরশু রাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ শহরে আনান্দ মিছিল বের করে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছেলুন ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ সবসময় রাজপথে থেকে সকল বাধাকে মোকাবেলা করবে এবং প্রত্যেক যুদ্ধাপরাধীর রায় কার্যকর করা হবে। দেশে দেশবিরোধীদের ঠাই নেই। ছাত্রলীগ মাঠে থেকে সহযোগিতা করার আহ্বান জানান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।

প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মকবুল হাসান, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সদর থান ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শফি উদ্দিন টিটু, রিংকু জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক তুরিকুল, শিক্ষা পাঠ্যচক্র সম্পাদক শাহাবুল হোসেন, সহসম্পাদক ইমরান হোসেন, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, পাঠাগার সম্পাদক আকতার, গবেষণা সম্পাদক জ্যামি, সদস্য হিমেল, কলেজ ছাত্রলীগ নেতা খালিদ, জিম, লিপু, রানা, রুবেল, বরকত, রাজু, সেলিম, শফিকুল, সাগর, কলিম, জুয়েল, ইসমাইল, সাফায়েত, সোহেল, ফয়সাল, প্রান্ত, সম্রাট, কাব্য, রোমেল, ফিরোজ, মনো, রেজওয়ান, টোকন, শিমুল, আসাদ প্রমুখ।

এর আগে সকালে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোর্দ্দারের নেতৃত্বে শহরে একটি আনান্দ মিছিল বের করা হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, আলমডাঙ্গায় কলেজ ও সাবেক ছাত্রলীগের উদ্যোগে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আনন্দে ও জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিআরডিবি চেয়ারম্যান মুহিদুল ইসলাম মহিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, রেজাউল হক তবা, ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান পলাশ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন।

Leave a comment