চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আরও নয়টি আপিল

স্টাফ রিপোর্টার: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বোচ্চ আদালতে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আরও নয়টি আপিল। এরই মধ্যে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল, রিভিউ আবেদন নিষ্পত্তির পর রায় কার্যকর হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল আবেদনের ওপর শুনানির দিন ধার্যের জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দৈনন্দিন কার্যতালিকায় রয়েছে।

এছাড়া জামায়াতের আমির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মতিউর রহমান নিজামী, অন্য নেতা মীর কাসেম আলী, এটিএম আজহারুল ইসলাম, আবদুস সুবহান, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক হোসেন, হবিগঞ্জের সৈয়দ মুহম্মদ কায়সারের আপিল পর্যায়ক্রমে শুনানির অপেক্ষায় রয়েছে। ট্রাইব্যুনালের দেয়া আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত পিরোজপুরের সাবেক এমপি পলাতক জব্বার ইঞ্জিনিয়ারের সাজা বৃদ্ধি চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াত নেতা যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের এক বছর পাঁচ মাসের মাথায় গতকাল আরেক যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায় কার্যকর হলো। ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযম, জয়পুরহাটের বিএনপি নেতা আবদুল আলীম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বিচারাধীন অবস্থায় মারা গেছেন জামায়াত নেতা খুলনার একেএম ইউসুফ। গত এক বছরে ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আটটি মামলার রায় হয়েছে। রায়ে সাতজনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও একজন জব্বার ইঞ্জিনিয়ারকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। এ আমৃত্যু সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে।

Leave a comment