স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা কান্তপুরের মালয়েশিয়া প্রবাসী সাহেব আলীর বোন আকলিমা খাতুন চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়ার আসমাউল হুসনা ও তার মা রাবেয়া খাতুনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তুলেছেন। এ অভিযোগ করে পৌরসভায় বিচার চেয়ে আবেদনও করা হয়েছে।
বিয়ের প্রলোভনে যুবতীর দেহভোগের অভিযোগ অনেকটাই গাসওয়া। এর মাঝে এক যুবতীর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রবাসীর অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ কিছুটা হলেও অভিনবত্ব এনেছে। প্রবাসী সাহেব আলীর বোন চুয়াডাঙ্গা জেলা সদরের আমিরপুরের মিঠুর স্ত্রী আকলিমা খাতুন লিখিত অভিযোগে আসমাউল হুসনার সাথে কান্তপুরের সাহেব আলীর দীর্ঘ ৮-১০ বছরের সম্পর্ক। যুবতীর মা রাবেয়া খাতুনই সাহেব আলীর সাথে মেলামেশার সুযোগ করে দিয়েছিলেন বলে অভিযোগ করে বলা হয়েছে, মাঝে মাঝেই ভাইয়ের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়েছে। বিয়ে করবে না শুনে টাকা ফেরত চাইতে গেলে এখন হুমকি দিচ্ছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অপরদিকে অভিযুক্তদের তরফে বলা হয়েছে, অভিযোগের কোনো সত্যতা নেই। ষড়যন্ত্র।