লোকনাথপুরের আবু বক্কর সিদ্দিক গাঁজাসহ পাকড়াও

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা লোকনাথপুরের আবু বক্কর সিদ্দিক (২৮) চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল রোববার সন্ধ্যায় তাকে বেলগাছির মাখালডাঙ্গা-দীননাথপুর সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

আটককৃত আবু বক্কর সিদ্দিককে গতকালই মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে। পুলিশ বলেছে, দামুড়হুদার লোকনাথপুরের হারুন-অর রশিদের ছেলে আবু বক্কর আলমসাধুযোগে গাঁজা পাচার করছে খবরে জেলা ডিবির এসআই ইব্রাহিম ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করেন। মাখালডাঙ্গা তিন রাস্তার মোড়ে আবু বক্কর সিদ্দিককে পাকড়াও করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর থানায় মামলাসহ হস্তান্তর করা হয়।

Leave a comment