গাংনী প্রতিনিধি: তেল-গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুত ও বন্দররক্ষা জাতীয় কমিটির মেহেরপুর গাংনী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে গাংনী সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এক আলোচনা সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কমরেড জালাল উদ্দীন। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দীন, প্রবীণ শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, সিপিবির কেন্দ্রীয় নেতা ইদ্রিস আলী, সিপিবি নেতা শহিদুল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ। গোলাম মোস্তফাকে আহ্বায়ক ও বদরুল হায়দার পাহাড়ীকে যুগ্মআহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।