রোমাঞ্চকর লড়াইয়ে রাজস্থানের জয়

মাথাভাঙ্গা মনিটর: শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়ালস। এবারের আইপিএলে এটা তাদের টানা দ্বিতীয় জয়। গতকাল রোববার দিল্লি ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮৪ রান করে স্বাগতিক দল। সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জেপি ডুমিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে। এছাড়া মায়াঙ্ক আগারওয়াল ৩৭ ও যুবরাজ সিং ২৭ রান করেন। শেষ দিকে অপরাজিত ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

জবাবে ৭ উইকেট হারিয়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। রাজস্থানের টানা দ্বিতীয় জয়ে সবচেয়ে বড় অবদান মাত্র ২৫ বলে ৫৪ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা দিপক হুদার। উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে খেলেন ৪৭ রানের কার্যকর ইনিংস। শেষ দিকে ক্রিস মরিস (অপরাজিত ১৩) ও টিম সাউদির (অপরাজিত ৭) খেলা ছোট্ট দুটি ইনিংসের গুরুত্বও কম নয়। ২৮ রানে ৪ উইকেট নিয়ে দিল্লির আশা জাগিয়েছিলেন লেগস্পিনার ইমরান তাহির। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ বলে প্রয়োজন ছিলো তিন রান; চার হাকিয়ে অতিথিদের জয় এনে দেন সাউদি।

Leave a comment