স্টাফ রিপোর্টার: ভোলায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় বর্ষবরণের বোশেখি আয়োজনে পান্তা-ইলিশ খাওয়ার রেওয়াজ বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভোলা জেলা প্রশাসন। এ অঞ্চলে পান্তা-ইলিশ খাওয়ার ওপরই নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। বর্ষবরণের প্রস্তুতি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গতকাল রোববার জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানিয়েছেন। তিনি জানান, হাজার বছরের বাঙালির ঐতিহ্যের নববর্ষকে বরণ করতে এক সময় পান্তা-ইলিশ খাওয়ার রেওয়াজ ছিলো, যেহেতু ইলিশ মাছ রক্ষা করতে হবে। জাটকা ইলিশ বড় করার সুযোগ দিতে হবে। তাই পান্তা-ইলিশ খাওয়া চলবে না। বরং ইলিশের স্থলে পান্তা-পেঁয়াজসহ নানা আয়োজন থাকতে পারে। ভোলায় ৩ দিনের আয়োজনের প্রথম সূর্যোদয়ে প্রভাতি গানে গানে বরণ পর্ব শুরু হবে। এর পর বর্ণাঢ্য ৱ্যালি। তার পরই পান্তা-পেঁয়াজের সাথে নানা রকমের ভর্তা ও শুকনো পোড়া মরিচ থাকছে মেন্যুতে। সকালে পান্তা খাওয়ার মেন্যুতে আর ইলিশ থাকছে না। এটা সকলের পালন করা প্রয়োজন। এ নির্দেশ প্রতি উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরও দেয়া হয়েছে। ভোলাসহ উপকূলীয় ৬ জেলার ৩২০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়স্থল গড়ে তুলতে মার্চ এপ্রিল দু মাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।