ত্রিপোলির দক্ষিণ কোরীয় দূতাবাসে হামলায় নিহত ২

মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দু নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়া ও লিবিয়ার কর্মকর্তারা  জানান, গতকাল রোববারের এ হামলায় নিহত দু নিরাপত্তারক্ষী লিবিয়ার নাগরিক। ত্রিপলির নিরাপত্তা মুখপাত্র এসাম নাস বলেন, বন্দুকধারীরা একটি গাড়ি থেকে দূতাবাস প্রাঙ্গণ লক্ষ্য করে গুলি করে এবং দুজন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে। নিহত দুজন লিবিয়ার সরকারি কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। সিউল থেকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দূতাবাসে দুজন বৈদেশিক সেবা কর্মকর্তা এবং একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। সরকার দূতাবাসটি অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছিলো। কিন্তু সেটা করা হয়ে ওঠেনি। ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করা লিবিয়ার জঙ্গি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে। যদিও তাদের এ দাবির সত্যতা কতোটুকু তা যাচাই করা সম্ভব হয়নি। লিবিয়ায় এ বছর বিদেশিদের ওপর বেশ কয়েকটি বড় ধরনের হামলার দায় স্বীকার করেছে দেশটির জঙ্গি সংগঠন। যার মধ্যে ত্রিপলির করিন্থিয়া হোটেলে হামলা ও ২১ জন মিশরীয় খ্রিস্টানের শিরশ্ছেদের ঘটনাও অন্তর্ভূক্ত। জঙ্গিরা লিবিয়ার বেশ কয়েকটি দূতাবাসেও হামলা চালিয়েছে। যে কারণে বেশির ভাগ দেশে ত্রিপলিতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। ২০১১ সালে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে দুটি বিরোধীপক্ষ ক্ষমতা দখলের লড়াই করে যাচ্ছে।

Leave a comment