টিপ্পনী

খবর:(মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জুয়াড়ির কারাদণ্ড)

 

এক জুয়াড়ির সঙ্গে এসে

আর জুয়াড়ি ভাব করে,

মাল-সামানা বেচে বাড়ির

টাকায় টাকা লাভ করে।

 

আইন-কানুন যবর জিনিস

তার সাথে কি খেল খাটে,

চার জুয়াড়ি তাইতো এখন

মেহেরপুরে জেল খাটে।

 

ফান্দে পড়ে কান্দে ওরা

সবাই বসে লাল দালানে,

দেখরে মজা কেমন মজা

দেখরে কেমন ঝাল দালানে!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment