ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কমরপুরে বোমা ফাটিয়ে একজনকে অপহরণ করা হলেও অপহৃত মাঠের ভেতর থেকে সুযোগ বুঝে পালিয়ে রক্ষা পেয়েছে। গতরাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে হামলার শিকার পরিবার জানিয়েছে। পুলিশ অবশ্য বলেছে, ঘটনাটি রহস্যাবৃত। ঘটনার আড়ালে অন্য কোনো ঘটনা থাকতে পারে।
জানা গেছে, কমরপুরের আহসান মল্লিকের ছেলে আব্দুল গাফফারের বাড়িতে গতরাত দেড়টার দিকে বোমা বিস্ফোরণের শব্দ হয়। প্রতিবেশীরা জেগে ওঠে। গাফফারের পরিবারের সদস্যরা বলেন, ৭-৮ জনের একদল অস্ত্রধারী বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গাফফারকে অপহরণ করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই তপন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে পৌছান। তিনি উদ্ধার তৎপরতা শুরু করেন। কিছুক্ষণ পর মাঠের ভেতর থেকে দৌঁড়ে বাড়ি ফেরেন গাফফার।
গাফফার বলেছে, অপহৃতদের নিকট থেকে কৌশলে পালিয়ে এসেছি। গাফফার বাড়ি ফেরার পর পুলিশ ঘটনার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলে, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য অপহরণের অভিযোগ তোলা হচ্ছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।