মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। গতকাল শনিবার সকালের দিকে তিনি মেহেরপুর হাসপাতালে পৌঁছুলে আবাসিক মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাস তাকে স্বাগত জানান। সংসদ সদস্য হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। এমপি অধ্যাপক ফরহাদ হোসেন হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সঠিকভাবে সেবাদানের জন্য আহ্বান জানান।