আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গ উপজেলার ৪০টি কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে আলমডাঙ্গা কিন্ডারগার্টেন সমিতি সংগঠনের কমিটি গঠন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার শিক্ষা অফিসারের কার্যালয়ে সংগঠনটি পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি হিসেবে আল ইকরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ আ. হাই এবং সাধারণ সম্পাদক আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজাকে নির্বাচিত করেন। কমিটির অন্যান্য সদস্য হলেন- সহসভাপতি মুন্সিগঞ্জ ড্যাফোডিলের অধ্যক্ষ ইউসুফ হাসান, যুগ্ম সম্পাদক পোলতাডাঙ্গা অ্যাম্বিশনের পরিচালক মকলেচুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাটবোয়ালিয়ার নতুন কুড়ির মহাবুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ ইউনিকের অর্চনা রাণী পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গ্রিনভিউয়ের রওশন আরা, সদস্য হাটবোয়ালিয়ার রেনেসার আবুল কাসেম, আলমডাঙ্গা শিশুকুঞ্জের ফকির মোহাম্মদ, আপনজনের রেজাউল হক লাভলু ও খাসকররার মহররম আশুরার মোস্তাফিজুর রহমান বজলু। সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. শাহজাহান।