স্টাফ রিপোর্টার: জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে আগামী সোমবার দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার রাত ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝোলানোর পৌনে এক ঘণ্টার মধ্যে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষে এ বিবৃতিটি ইমেল করা হয়। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে হরতালের ঘোষণা দেন। বিবৃতিতে আজ রোববার তার জন্য দোয়া মাহফিল এবং সোমবার দেশব্যাপি হরতাল ডাকা হয়েছে।