আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলায় আমদাহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের মৃত হাজি মওলাদ মণ্ডলের ছেলে স্কুলশিক্ষক রফিকুল ইসলাম (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গত রোববার রাত ১টার দিকে বাড়িতে হঠাত করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রফিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক ছিলেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।